spot_img
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
29 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
spot_img
আরও
  DinBartaকুষ্টিয়াখোকসারাতে বা দিনে বিপদে আপদে বন্ধুর মত পাশে থাকবো- মোঃ সবুজ হোসেন
  spot_imgspot_img

  রাতে বা দিনে বিপদে আপদে বন্ধুর মত পাশে থাকবো- মোঃ সবুজ হোসেন

  আগামী ২৬ শে ডিসেম্বর ৩ নং বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড থেকে মোরগ মার্কা প্রতিক নিয়ে মেম্বার পদে নির্বাচন করছেন মোঃ সবুজ হোসেন।

  ১৯ ডিসেম্বর (রবিবার) ১ নং ওয়ার্ডে নির্বাচনী জনসংযোগ শেষে চায়ের দোকানে চলছিল উক্ত ওয়ার্ডের প্রবীন ব্যাক্তিবর্গ নিয়ে মোঃ সবুজ হোসেনের চাচক্র ও মতবিনিময়।

  এই সময় চায়ের দোকানসহ উক্ত নির্বাচনী এলাকায় উৎসবীয় আমেজ বিরাজ করে।

  সবুজ হোসেন বলেন, আমি সবসময় এলাকাবাসীর পক্ষে ও পাশে ছিলাম। রাতে বা দিনে, বিপদে আপদে আমার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে। বাল্যবিবাহ মাদক, নারী নির্যাতন, যৌতুকসহ সকল সমাজবিরোধী ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড থাকবো শূন্যের কোঠায়।

  মেম্বার পদপ্রার্থী সবুজ আরও বলেন, আমার বাবা আব্দুল জলিল মন্ডল একজন সাবেক ইউপি সদস্য। দীর্ঘদিন এলাকার মানুষের ভালোবাসায় ও সমর্থনে তাদের পাশে ছিলেন, সাথে ছিলেন। আমিও আর এলাকার মানুষের পাশেই থাকতে চাই

  spot_imgspot_img

  ফলো করুন-

  সম্পর্কিত বার্তা

  জনপ্রিয় বার্তা

  সর্বশেষ বার্তা