spot_img
শুক্রবার, জুন ২১, ২০২৪
33 C
Bangladesh
শুক্রবার, জুন ২১, ২০২৪
শুক্রবার, জুন ২১, ২০২৪
spot_img
আরও
  DinBartaবিনোদনবলিউডরণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয়ে গেছে: আলিয়া ভাট
  spot_imgspot_img

  রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয়ে গেছে: আলিয়া ভাট

  বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে আগামী এপ্রিলে- এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে অনেক আগেই।

  তবে রণবীরের সঙ্গে বিয়ে নিয়ে এবার মুখ খুলেছেন খোদ আলিয়া।

  অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে তার ‘বিয়ে হয়ে গেছে’ বলে জানিয়েছেন আলিয়া ভাট। তিনি বলেন, ‘মনে মনে রণবীরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। বহুদিন আগেই ভাবনায় আমি ওকে বিয়ে করে নিয়েছি।’

  আরও পড়ুনঃ ব্রা ছাড়াই বেরোতে পারি: শ্রীলেখা মিত্র

  ২০১৮ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর । সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন দুজন। তখন যদিও ‘প্রেমটা টিকবে তো’- এমন বিব্রত প্রশ্নের মুখে পড়েছিলেন দুই তারকা।

  ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের পর ঋষিপুত্রের মন দেয় আলিয়া ভাটের কাছে। সেই সম্পর্কের মেয়াদ নিয়েও চর্চার শেষ ছিল না।

  রণবীরের অতীতের কথা মনে করে অনেকেই ভেবেছিলেন, বলিউডের বাকি দুই নায়িকার মতোই শেষমেশ রণবীরের প্রাক্তনের সুদীর্ঘ তালিকায় নাম জুড়বে আলিয়ারও।

  কিন্তু সব গুঞ্জন ও কটাক্ষ নাকচ করে রণবীর জানিয়েছিলেন, অতিমারি বাধ না সাধলে আলিয়ার সঙ্গে সাত পাক ঘুরতেন ২০২০ সালেই। কিন্তু করোনার প্রকোপ ও কাজের চাপে ছাদনাতলায় পৌঁছনোর অপেক্ষা যেন শেষ হতে চায় না!

  তবে তাতে কী! আলিয়া তার ভাবনায় প্রেমিকের সঙ্গে সাত পাক ঘুরে ফেলেছেন সেই কবেই

  spot_imgspot_img

  ফলো করুন-

  সম্পর্কিত বার্তা

  জনপ্রিয় বার্তা

  সর্বশেষ বার্তা