spot_img
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
24 C
Bangladesh
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
spot_img
আরও
    DinBartaবিদেশচলমান যুদ্ধে ইউক্রেনরই জয় হবে: জেলেনস্কি
    spot_imgspot_img

    চলমান যুদ্ধে ইউক্রেনরই জয় হবে: জেলেনস্কি

    রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনরই জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার (৩ মে) ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১০০ দিন উপলক্ষে দেওয়া ভাষণে জেলেনস্কি এমন আশাবাদ ব্যক্ত করেন।

    যুদ্ধের ১০০ দিন উপলক্ষে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের দল অনেক বড়। ইউক্রেনের সশস্ত্র বাহিনীও যুদ্ধ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। যুদ্ধে ইউক্রেনরই জয় হবে।

    আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

    এদিকে রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, মস্কো উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে।

    গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটি ছেড়ে পালিয়েছেন লাখ লাখ মানুষ। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লুক্সেমবার্গের এমপিদের বলেছেন, তার দেশের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে আছে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা