
৪২ তম বিসিএস জয়দ্বয়ের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও বিতান কুমার মন্ডল। ছবি মঙ্গলবার বিকেলে তোলা।
৪২ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ডাঃ শরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মামুন উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে। তিনি মেধা তালিকায় চার হাজারের মধ্যে ৫৬২ তম স্থান অর্জন করেছেন।
এছাড়াও শরিফুল পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক জহিরুল ইসলামের ছেলে। তিনি মেধা তালিকায় তিন হাজার ৯৪২ তম স্থান অর্জন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।