spot_img
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
21 C
Bangladesh
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
spot_img
আরও
    DinBartaকুষ্টিয়াকুমারখালীকুমারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
    spot_imgspot_img

    কুমারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

    কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কুষ্টিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন। রবিবার সকাল ৭ টার দিকে পৌরসভার বাটিকামারা গ্রামে তাদের নব নির্মিত বিল্ডিং এ পানি দেবার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

    নিহত কলেজ ছাত্র খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম দক্ষিণপাড়া গ্রামের পুলিশে কর্মরত মুক্তার হোসেনের ছেলে রিয়াদ মাহমুদ শুভ (১৯)।

    আরও পড়ুনঃ কুষ্টিয়া থেকে ট্রেনের সময়সূচী

    নিহতের পরিবারিক সুত্রে জানা যায়, রবিবার সকালে বাটিকামারা গ্রামে শুভ তাদের নব নির্মিত বিল্ডিং পানি দিতে গেলে বৈদ্যুতিক তার লিক থাকায় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে শুভ এর মরদেহ তাদের গ্রামের বাড়ি খোকসার গোপগ্রামে দাফন করা হয়েছে।

    এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়দের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা