spot_img
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
21 C
Bangladesh
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
spot_img
আরও
    DinBartaকুষ্টিয়াখোকসাবিএনপি নেতার বাড়িতে আগুন, নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ
    spot_imgspot_img

    বিএনপি নেতার বাড়িতে আগুন, নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ

    কুষ্টিয়ার খোকসায় এক বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ হয়েছেন।

    দগ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুক আসন্ন ইউপি নির্বাচনে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করছেন।

    সোমবার সকালে গোপগ্রাম ইউনিয়নের কুষ্টিয়ার খোকসায় এক বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ হয়েছেন।

    নেতা শফিকুল ইসলাম শফির বাড়ির বৈঠক খানায় বিদুত্যের সর্টসার্কিট থেকে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে।

    আগুনে পুড়ে যাওয়া ঘর
    আগুনে পুড়ে যাওয়া ঘর

    আরও পড়ুন

    স্থানীয়রা জানান, সোমবার সকালে শফিকুল ইসলাম শফির বাড়ির বৈঠক খানায় থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    স্থানীয়দের সাথে একি ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগুন নেভাতে চেষ্টা করে।

    এক পর্যায়ে বাতাসে আগুনের ঝাপটা লাগে ওই আওয়ামী লীগ নেতার মুখে। পরে খোকসা ফায়ার ষ্টেশনের একটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

    দগ্ধ আওয়ামী লীগ নেতা ফারুককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    খোকসা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগ্নিকান্ডের সৃষ্টি হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    তদন্ত করে বিস্তারিত পড়ে জানানো হবে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা