spot_img
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
24 C
Bangladesh
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
spot_img
আরও
    DinBartaআইন ও আদালতপ্রধান বিচারপতি আর সাক্ষাৎকার দেবেন না
    spot_imgspot_img

    প্রধান বিচারপতি আর সাক্ষাৎকার দেবেন না

    সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানিয়েছেন, অবসর জীবন একা একা কাটাবেন। কোনো প্রকার সংবাদমাধ্যমে আর সাক্ষাৎকার দেবেন না।

    তবে আগে ব্যক্তি জীবনে সাংবাদিক থাকার কারণে অবসর সময়ে সাংবাদিকদের মিস করবেন বলে জানিয়েছেন দেশের ২২তম এই প্রধান বিচারপতি।

    আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় ‘মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন’ এর সময় এ কথা বলেন তিনি।

    আরও পড়ুন

    এই সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিত ছিলেন।

    প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বিচারপতি হয়ে যারা আসবেন তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক। অনেক রায়ের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হবে।

    এই লাইব্রেরি উনাদের রায় লেখার জন্য সহায়ক হবে। কারণ এখানে এমন সব বই রাখা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো রায় যখনই হবে তখন পরিপূর্ণভাবে লিখতে পারবে।

    পরে এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আমার কাজ শেষ। আমি এখন অবসর জীবনযাপন করব। আমি একা একা কাটাব। আমি আগে সাংবাদিকতা করেছি।

    আপনারা কেউ আর সাক্ষাৎকার নিতে চাইলে আমি দেব না। এটা কিন্তু আগেই বলে গেলাম।

    আরেক প্রশ্নের জবাবে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আপনারা এত বেশি লিখেছেন যে, আমি অনেক দিন রাতে ঘুমাইনি।

    আমি মনে করেছি আপনারা হয়তো আমাকে আপন মনে করে একটু বেশি লিখেছেন। আমি এটাতে কিছু মনে করি নাই।

    তিনি সাংবাদিকদের মিস করবেন বলেও জানান।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা