spot_img
সোমবার, মার্চ ২৪, ২০২৫
31.8 C
Bangladesh
সোমবার, মার্চ ২৪, ২০২৫
সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img
আরও
    DinBartaরংপুরদিনাজপুরটিকিট কালোবাজারিদেরকে আটক করছে দুদক
    spot_imgspot_img

    টিকিট কালোবাজারিদেরকে আটক করছে দুদক

    দিনাজপুর রেলস্টেশনে দুই টিকিট কালোবাজারিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে দুদকের কর্মকর্তারা ক্রেতা সেজে টিকিট কাটার সময় আটক করেন তাদের।

    আটককৃত ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরল উপজেলার রুস্তম আলী (৪৫) ও সদর উপজেলার ফারুক হোসেন (৫৫)।

    আরও পড়ুনঃ ইভ্যালির গেটওয়েতে আটকে থাকা টাকা যে কারনে রিফান্ড দেওয়া যাচ্ছে না।

    দিনাজপুর রেলওয়ে ও দুদক সূত্রে জানা গেছে, দুপুরে ক্রেতা সেজে টিকিট করতে যান দুদকের দুই কর্মকর্তা। এসময় কালোবাজারে টিকিট বিক্রিকারী দুজন দিনাজপুর থেকে ঢাকার ৪৬৫ টাকার টিকিট এক হাজার টাকা দাবি করেন। দুদকের কর্মকর্তারা টিকিটের দাম এক হাজার টাকা করে দিতে রাজি হন। এরপর ওই দুই ব্যক্তি বিক্রির জন্য টিকিট বের করলে তাদের হাতেনাতে আটক করেন কর্মকর্তারা।

    দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ জানান, আটক হওয়া দুজনকে দিনাজপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    দিনাজপুর জিআরপি পুলিশের উপ-পরিদর্শক মো. জাহেদুল ইসলাম জানান, দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে হাজির করা হবে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা