জাতীয় ভোটার দিবস উপলক্ষে “ভোটার হব ভোট দেবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি খোকসা উপজেলা হতে বার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সদর উদ্দিন খান।
আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান!
বিশেষ অতিথি হিসেবে খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী (ভারপ্রাপ্ত)।
আরো উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইন চার্জ সৈয়দ আশিকুর রহমান।
একটি স্মার্ট কার্ড অথবা ভোটার কার্ড নাগরিকের সর্বক্ষেত্রেই প্রয়োজন তাই ভোটার হন। ভোট আপনার গণতান্ত্রিক অধিকার।
অনুষ্ঠানে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।