spot_img
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
29 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
spot_img
আরও
  DinBartaদেশখোকসার কোমরভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। জমি দখল করে গরুর খামার নির্মাণ।
  spot_imgspot_img

  খোকসার কোমরভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। জমি দখল করে গরুর খামার নির্মাণ।

  কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে গরুর ঘর, খড়ের পালা ও বাথরুম
  গড়ে তোলার অভিযোগ উঠে এসেছে।

  যারা উক্ত স্থানে নির্মাণ কাজ করে আছে বলে জানা যাই আব্দুল মান্নান ও আমোদআলী নামে দুজন ব্যক্তি। সরজমিনে যেয়ে দেখা যায় উক্ত বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ।

  IMG 20220526 191658

  এতে করে স্কুল আঙ্গিনায় ঝোপ-ঝাড়, গবাধি পশুর মল মূএ, ময়লা আবর্জনা ও লতাপাতা জন্মে প্রতিষ্ঠান পরিত্যক্ত বলে মনে হচ্ছে। এদিকে দূর্গন্ধযুক্ত পরিবেশের কারনে মশার ও উপদ্রোব বেড়ে গেছে।
  অধিকাংশ স্কুলের আঙ্গিনায় নোংরা আবর্জনায় ভরা।

  IMG 20220526 191720

  উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবকিছু দেখার পরেও নেননি কোনো ব্যবস্থা। আর গরুর ঘরের কারনে মায়লা আবর্জনা তে স্কুলের ছেলে মেয়েদের হচ্ছে নানান সমস্যা। তারা শ্রেনীকক্ষের জানালা ও খুলতে পারে না দুর্গন্ধের কারনে।

  অভিবাবক ও ছাত্র ছাত্রীদের দাবী সঠিক তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহনের।

  spot_imgspot_img

  ফলো করুন-

  সম্পর্কিত বার্তা

  জনপ্রিয় বার্তা

  সর্বশেষ বার্তা