কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন হতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।
সোমবার (০৮ মে, ২০২৩ খ্রি.) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়ার নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোস্তফা হাবিবুল্লাহ, অফিসার ইনচার্জ, খোকসা থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ খাদেমুল হক, খোকসা থানা, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ী ১. মোঃ আকাশ মোল্লা(২১), পিতা-মৃত বিষে মোল্লা, সাং-বনগ্রাম, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে ১৫(পনোর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার পূর্বক নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, খোকসা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।