হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা পৌঁছে যাক সবার কাছে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের নাই আজ যথাযথ মর্যাদায় কুষ্টিয়ার খোকসা উপজেলা পালিত হলো বিশ্ব হেপাটাইটিস দিবস।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে এক র্যলি ও অবহিত করণ সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ সারা দেশের ন্যায় খোকসাতে ১২৭ জন ভূমিহীন গৃহহীনকে জমিসহ ঘর প্রদান
অবহিত করণ সভায় হেপাটাইটিস রোগের বিভিন্ন উপসর্গ ও তা কিভাবে নির্মূল করা যায় এ সকল বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিষধ আলোচনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এর সভাপতিত্বে উক্ত র্যলি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার আরএমও প্রেমাংশু বিশ্বাস, ডাঃ মুকিদসহ হাসপাতালের সকল ডাক্তার কর্মকর্তা-কর্মচারী নার্স ও স্থানীয় এলাকাবাসী।