কুষ্টিয়ার খোকসায় গলায় উড়না পেচিয়ে মোছাঃ ইয়াসমিন খাতুন (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২০’আগষ্ট) বেলা আড়াই টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন ওই একই এলাকার মোঃ নজরুল ইসলামের স্ত্রী। লাশ স্বামীর বাড়িতে ঝুলন্ত অবস্হায় ছিলো। নিহত গৃহবধূর এক সন্তান রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মোছাঃ ইয়াসমিন খাতুন গলায় উড়না পেচিয়ে মৃত্যু বরণ করেন।
খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এবিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।