কুষ্টিয়া জেলার ময়লা আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার স্বেচ্ছাসেবকেরা কাজ শুরু করেছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) কুষ্টিয়া-খুলনা জাতীয় মহাসড়কের ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে।
ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, শুক্রবার সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবকেরা জাতীয় মহাসড়কের ৫ কিলোমিটার এলাকা জুড়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে জেলার মহাসড়ক ও সড়কগুলোর আশপাশ এলাকার ময়লা পরিষ্কার করা। জেলার প্রতিটি উপজেলায় ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকার চাবিকাঠি। অপরিষ্কার পরিবেশে থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে। আমাদের চারপাশে পরিবেশ বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন বাজার এইসব জায়গা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বাজারের আশেপাশের পরিবেশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এজন্য আমরা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সদস্যরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নিই।’
জাকির হোসেন আরও বলেন, ‘সবাই একসঙ্গে কাজ করলে একটি কাজ খুব দ্রুত এবং খুব সুন্দর ভাবে শেষ করা সম্ভব। আমাদের সকলের উচিত আমাদের নিজেকে এবং চারপাশের সবকিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকবে না। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব নিজের স্থান পরিষ্কার রাখার। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস বাদ দিতে হবে। আমরা সবাই যদি এভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কারের উদ্যোগ নিলে দেশে কোনো স্থানই আর অপরিচ্ছন্ন থাকবে না। এ সময় ১৪০ জন নানা বয়সী মানুষ পরিষ্কার পরিছন্ন অভিযানে অংশ নেয়। পরিষ্কার পরিছন্ন অভিযানের সঙ্গে জেলার পতিত জমিতে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার সদস্যরা গাছ রোপনসহ গাছ যত্নের ব্যবস্থা গ্রহণ করবেন।’
সূত্র: সময় নিউজ