কুষ্টিয়া জেলার খোকসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালিকা অনুর্ধ্ব-১৭)- ২০২২ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
খোকসা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী,
খোকসা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মোকাবেলা করে খোকসা পৌরসভা একাদশ বনাম খোকসা ইউনিয়ন একাদশ।
খেলা পরিচালনা করেন কুমারখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউর রহমান।