ঢাকাবুধবার, ২রা জুলাই, ২০২৫

পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেনগামী সমূহের সম্ভাব্য সময়সূচী মিলিয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথের সঙ্গে যুক্ত হবে, ট্রেন চলাচল শুরু হবে ১০ই অক্টোবর থেকে।

কুষ্টিয়া শহরের প্রধান কোর্ট স্টেশন কুষ্টিয়া থেকে ঢাকা গামী ট্রেন সমূহ

১. সুন্দরবন এক্সপ্রেস, (সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার)

স্টেশনের নামপৌছানোর সময়অবস্থান সময়
কুষ্টিয়া কোর্ট০১:১২ (রাত)৩ মিনিট
পাংশা০১:৪৯ (রাত)২ মিনিট
রাজবাড়ী০২:২০ (রাত)৫ মিনিট
ফরিদপুর০২:৫৭ (রাত)৩ মিনিট
ভাঙ্গা০৩:৪৫ (রাত)৩ মিনিট
ঢাকা০৫:১০ (সকাল)

২. মধুমতি এক্সপ্রেস, (সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার)

স্টেশনের নামপৌছানোর সময়অবস্থান সময়
কুষ্টিয়া কোর্ট০৯:২২ (সকাল)৩ মিনিট
কুমারখালী০৯:৪২ (সকাল)২ মিনিট
খোকসা০৯:৫৩ (সকাল)২ মিনিট
পাংশা১০:০৯ (সকাল)৩ মিনিট
রাজবাড়ী১০:৪৫ (সকাল)১৫ মিনিট
ফরিদপুর১১:৩৮ (সকাল)৩ মিনিট
ভাঙ্গা১২:২১ (দুপুর)২ মিনিট
শিবচর১২:৪৪ (দুপুর)২ মিনিট
পদ্মা১২:৫৬ (দুপুর)২ মিনিট
মাওয়া০১:১১ (দুপুর)২ মিনিট
ঢাকা০২:০০ (দুপুর)

৩. বেনাপোল এক্সপ্রেস, (সাপ্তাহিক বন্ধ: বুধবার)

স্টেশনের নামপৌছানোর সময়অবস্থান সময়
কুষ্টিয়া কোর্ট০৪:৫৬ (বিকাল)৩ মিনিট
খোকসা০৫:২১ (বিকাল)২ মিনিট
রাজবাড়ী০৬:০০ (বিকাল)১০ মিনিট
ফরিদপুর০৬:৪২ (সন্ধ্যা)৩ মিনিট
ভাঙ্গা০৭:১৫ (সন্ধ্যা)৩ মিনিট
ঢাকা০৮:৪৫ (রাত)

কুষ্টিয়া থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনের ভাড়া (৳)

শোভন চেয়ারফেয়ার সিটস্নিগ্ধাএসি সিটএসি বার্থ
৪১০৬৩৩৭৮৮৯৪৩১৪১৫

আরও পড়ুনঃ কুষ্টিয়া থেকে সব ট্রেনের সময়সূচী

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে ১০ই অক্টোবর উদ্ধোধন হয়ে ১৭ই অক্টোবর থেকে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু।

কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেনরুটে আরও একটা মেইল ট্রেন চলাচল করবে।

এছাড়া সপ্তাহে ৭ দিন নকশীকাঁথা মেইল (রাত ০৪:২২) কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন চলাচল করে করে।

নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে ১৭ই অক্টোবর থেকে চলাচল করবে ভায়া পদ্মাসেতু।

নোটঃ উল্লিখিত কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন সময়সূচী অনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি ও ভাড়া পরিবর্তিত হতে পারে।
জানুয়ারী ২০২৫ সাল সর্বশেষ হালানাগাদ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।