spot_img
সোমবার, মার্চ ২৪, ২০২৫
31.8 C
Bangladesh
সোমবার, মার্চ ২৪, ২০২৫
সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img
আরও
    DinBartaজাতীয়পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন
    spot_imgspot_img

    পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন

    পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেনগামী সমূহের সম্ভাব্য সময়সূচী মিলিয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথের সঙ্গে যুক্ত হবে, ট্রেন চলাচল শুরু হবে ১০ই অক্টোবর থেকে।

    কুষ্টিয়া শহরের প্রধান কোর্ট স্টেশন কুষ্টিয়া থেকে ঢাকা গামী ট্রেন সমূহ

    ১. সুন্দরবন এক্সপ্রেস, (সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার)

    স্টেশনের নামপৌছানোর সময়অবস্থান সময়
    কুষ্টিয়া কোর্ট০১:১২ (রাত)৩ মিনিট
    পাংশা০১:৪৯ (রাত)২ মিনিট
    রাজবাড়ী০২:২০ (রাত)৫ মিনিট
    ফরিদপুর০২:৫৭ (রাত)৩ মিনিট
    ভাঙ্গা০৩:৪৫ (রাত)৩ মিনিট
    ঢাকা০৫:১০ (সকাল)

    ২. মধুমতি এক্সপ্রেস, (সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার)

    স্টেশনের নামপৌছানোর সময়অবস্থান সময়
    কুষ্টিয়া কোর্ট০৯:২২ (সকাল)৩ মিনিট
    কুমারখালী০৯:৪২ (সকাল)২ মিনিট
    খোকসা০৯:৫৩ (সকাল)২ মিনিট
    পাংশা১০:০৯ (সকাল)৩ মিনিট
    রাজবাড়ী১০:৪৫ (সকাল)১৫ মিনিট
    ফরিদপুর১১:৩৮ (সকাল)৩ মিনিট
    ভাঙ্গা১২:২১ (দুপুর)২ মিনিট
    শিবচর১২:৪৪ (দুপুর)২ মিনিট
    পদ্মা১২:৫৬ (দুপুর)২ মিনিট
    মাওয়া০১:১১ (দুপুর)২ মিনিট
    ঢাকা০২:০০ (দুপুর)

    ৩. বেনাপোল এক্সপ্রেস, (সাপ্তাহিক বন্ধ: বুধবার)

    স্টেশনের নামপৌছানোর সময়অবস্থান সময়
    কুষ্টিয়া কোর্ট০৪:৫৬ (বিকাল)৩ মিনিট
    খোকসা০৫:২১ (বিকাল)২ মিনিট
    রাজবাড়ী০৬:০০ (বিকাল)১০ মিনিট
    ফরিদপুর০৬:৪২ (সন্ধ্যা)৩ মিনিট
    ভাঙ্গা০৭:১৫ (সন্ধ্যা)৩ মিনিট
    ঢাকা০৮:৪৫ (রাত)

    কুষ্টিয়া থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনের ভাড়া (৳)

    শোভন চেয়ারফেয়ার সিটস্নিগ্ধাএসি সিটএসি বার্থ
    ৪১০৬৩৩৭৮৮৯৪৩১৪১৫

    আরও পড়ুনঃ কুষ্টিয়া থেকে সব ট্রেনের সময়সূচী

    আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে ১০ই অক্টোবর উদ্ধোধন হয়ে ১৭ই অক্টোবর থেকে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু।

    কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেনরুটে আরও একটা মেইল ট্রেন চলাচল করবে।

    এছাড়া সপ্তাহে ৭ দিন নকশীকাঁথা মেইল (রাত ০৪:২২) কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন চলাচল করে করে।

    নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে ১৭ই অক্টোবর থেকে চলাচল করবে ভায়া পদ্মাসেতু।

    নোটঃ উল্লিখিত কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন সময়সূচী অনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি ও ভাড়া পরিবর্তিত হতে পারে।
    জানুয়ারী ২০২৫ সাল সর্বশেষ হালানাগাদ।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা