কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।
মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
সামাজিক ও পারিবারিকভাবে অপরাধ নির্মূলের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ আগষ্ট) রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা ও নিদেনতলা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম আশরাফুল আলম। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক ছাড় পাবেনা, তিনি আরো বলেন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাসবাদ,জঙ্গীবাদ ও সামাজিক কলোহের বিষয়ে আলেম সমাজকে কাজ করতে হবে। এসব বিষয় তুলে ধরে মানুষকে সচেতন করতে হবে। তাহলে সমাজের মানুষ ভালো থাকবে। সকলের সহযোগীতায় মানুষের শান্তির জন্য কাজ করতে চাই।
এলাকাবাসীর উদ্দেশ্য তিনি আরো বলেন, এলাকার শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেতাসহ সাধারন মানুষের। সবাইকে আইন মান্য করে চলতে হবে। অন্যায় ও অপকর্মকারী যে দলেরই হোক না কেন, ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কাজ করছে। পুলিশ আগের চেয়ে এখন বেশি তৎপর। যে কোন প্রয়োজনে পুলিশকে কাছে পাবেন। তাই এলাকার কোন সমস্যা হলে পুলিশকে জানাবেন। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক আব্দুল কাদের জিলানীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মনসুর আলী, যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, জয়বাংলা বাজার কমিটির সভাপতি বিএম আওয়াল, কেশবপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল হাই।
সাংবাদিক মাহমুদ হাসানের সঞ্চালনায় এসময় এলাকার শিক্ষক, মেম্বার, সামাজিক ও রাজনৈতিক নেতাসহ এলাকার সাধারন মানুষসহ প্রমূখ উপস্থিত ছিলেন।