পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে তার কিশোরী মেয়েকে ধর্ষণ এর অভিযোগে থানায় মামলা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।
মামলার আসামি বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পাথর ভাঙা মেশিনের চালক (৪৫)। তার বাড়িও একই এলাকায়।
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে ছাত্রের মৃত্যু
ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার বরাতে ওসি জানান “গত মঙ্গলবার ১৪ বছর বয়সী ওই কিশোরীর মা সদর উপজেলার দশমাইল এলাকায় তার বাবার বাড়ি বেড়াতে যান। পরদিন বাড়ি ফিরে মেয়েকে কান্না করতে দেখে কারণ জানতে চান। এ সময় মেয়ে জানায় যে, রাতে একা পেয়ে বাবা তাকে ধর্ষণ করেছে।”
পরে স্থানীয়দের সহযোগিতায় থানায় এসে স্বামীর বিরুদ্ধে মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ভুক্তভোগী ওই কিশোরী দিনাজপুর জেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ঈদুল আজহার সময় সে বাড়িতে আসে। পঞ্চগড় সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।