spot_img
শুক্রবার, জুন ২১, ২০২৪
33 C
Bangladesh
শুক্রবার, জুন ২১, ২০২৪
শুক্রবার, জুন ২১, ২০২৪
spot_img
আরও
  DinBartaCOVID19ওমিক্রনের ১৪ লক্ষণ
  spot_imgspot_img

  ওমিক্রনের ১৪ লক্ষণ

  দ্রুত ছড়িয়ে পড়ায় মহামারি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাসী তথা বাংলাদেশের জন্য।

  কোভিডের নতুন এই ধরন মোকাবিলায় আগের টিকা নেওয়া থাকলেও কাজ হচ্ছে না তেমন।

  যার কারণে নিজেদেরই সতর্ক থাকতে হবে, এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে।
  বিশেষজ্ঞরা বেশ কিছু উপসর্গের কথা বলেছেন ওমিক্রনের ক্ষেত্রে। ওমিক্রনের ১৪ লক্ষণ জেনে নিয়ে সতর্ক থাকুন।

  আরও পড়ুনঃ দেশে করোনায় মৃত্যু তিনগুণ বাড়ল

  উপসর্গ দেখা দিলে দ্রুত নিজেকে সবার থেকে আলাদা করে আইসোলেশনে থাকুন ও করোনা পরীক্ষা করে সঠিক চিকিৎসা নিন।


  ওমিক্রনের ১৪ লক্ষণ গুলো হচ্ছে:

  ১) নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে
  ২) মাথাব্যথা থাকছে কিছু ক্ষেত্রে
  ৩) ক্লান্তি ছাড়ছে না রোগীকে
  ৪) হাঁচি হচ্ছে
  ৫) গলা ব্যথাও হচ্ছে
  ৬) খুব কাশি
  ৭) গলা ভেঙে যাচ্ছে
  ৮) কাঁপুনি হচ্ছে
  ৯) জ্বর আসছে অনেকের
  ১০) মাথা ঝিমঝিম করার প্রবণতা
  ১১) মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতাও আছে অনেক রোগীর
  ১২) পেশীতে ব্যথা
  ১৩) গন্ধের অনুভূতিও হারাচ্ছেন কেউ কেউ
  ১৪) বুকে ব্যথাও দেখা যাচ্ছে।

  spot_imgspot_img

  ফলো করুন-

  সম্পর্কিত বার্তা

  জনপ্রিয় বার্তা

  সর্বশেষ বার্তা