spot_img
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
32 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
spot_img
আরও
    DinBartaকুষ্টিয়াখোকসাএসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও রিপন বিশ্বাস
    spot_imgspot_img

    এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও রিপন বিশ্বাস

    কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ২০২৩ইং অনুষ্ঠিত এসএসসি / সমমান পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

    রবিবার (৩০ এপ্রিল) প্রথম দিন সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়।

    উপজেলার খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল পরীক্ষার্থী মোট ৩৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৭৮ জন, অনুপস্থিত ৩ জন।

    একই বিদ্যালয়ের ভোকেশনাল পরীক্ষার্থী মোট ৪১৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪০৭ জন, অনুপস্থিত ৭ জন।

    খোকসা জানিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মোট ৪৭২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৪৬৪ জন, অনুপস্থিত ৮ জন।

    আলহাজ্ব সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোট ২১৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২০৯ জন, অনুপস্থিত ৪ জন।

    শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৫৮৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫৮৪ জন,অনুপস্থিত ৫ জন।

    খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস উপজেলার চারটি কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরজমিন পর্যবেক্ষণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কুষ্টিয়া জেলা প্রশাসক মোছাঃ নাসরিন বানু, খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা হাবিবুল্লাহ ও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

    খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক জানান, এ বছর খোকসা উপজেলায় এসএসসি / সমমান ২০২৩ ইং পরীক্ষায় মোট ২,০৬৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২,০৪২ জন। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা