spot_img
শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
31 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
spot_img
আরও
    DinBartaদেশজাতীয়এলপি গ্যাসের সিলিন্ডার দাম আবারো কমলো
    spot_imgspot_img

    এলপি গ্যাসের সিলিন্ডার দাম আবারো কমলো

    আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় কারনে দেশেও আবার কমানো হলো এলপি গ্যাসের দাম।

    এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বি,ই,আর,সি)।

    আজ সোমবার (৩ জানুয়ারি) অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করা হয়। এসময় সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    এই জানুয়ারি মাসের জন্য বেসরকারি পর্যায়ে ভ্যাট মূসকসহ ১ কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম ১,২২৮ টাকা থেকে কমিয়ে ১,০৭৮ টাকা করা হয়েছে। সেই হিসাবে সিলিন্ডার প্রতি দাম কমলো ১৫০ টাকা।

    আজ ৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।

    এর আগে গত বছরের ডিসেম্বর মাসের জন্য বেসরকারি পর্যায়ে ভ্যাট মূসকসহ ১ কেজি এলপিজি ১০৯ টাকা ৪২ পয়সা থেকে কমিয়ে ১০২ টাকা ৩২ পয়সা করা হয়।

    এতে ১২ কেজির একটা সিলিন্ডারের দাম ১,৩১৩ টাকা থেকে কমে হয় ১,২২৮ টাকা।

    এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দামও কমানো হয়েছে। প্রতি কেজি ৯৯ টাকা ০৮ পয়সা থেকে থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৪ পয়সা করা হয়েছে।

    শুধু ১২ কেজি নয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা