spot_img
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
32 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
spot_img
আরও
    DinBartaশিল্প ও সাহিত্যএকজন কবির কাব্যচিত্র
    spot_imgspot_img

    একজন কবির কাব্যচিত্র

    ৮টি ছবির মাধ্যমে তুলে ধরছেন একজন কবির কাব্যচিত্র

    ছবি এবং ভাবনা – নাহিদুজ্জামান শয়ন

    মডেল এবং লেখা – কবিতা চাষী

    একজন কবির কাব্যচিত্র

    শহরে এখন যান্ত্রিকতার ব্যস্ত মিছিল, সবুজ সবুজ বয়স্ক বৃক্ষগুলোকে হত্যা করছে একদল অক্সিজেন হত্যাকারী।

    একজন কবির কাব্যচিত্র ২

    ইট-পাথর-সিমেন্ট দিয়ে গড়ে তুলছে আধুনিক বাসস্থান, ওদিকে শহর ছেড়ে পালিয়েছে সুখপাখির দল।

    একজন কবির কাব্যচিত্র ৩

    শহরে আজকাল শব্দ নেই, উত্তাপ নেই, নেই কুয়াশার চাদর। তাই অগত্যা!! তোমার কাছে ছুটে আসা।

    একজন কবির কাব্যচিত্র ৪

    তুমি আমাকে শব্দ দাও, কবিতা দাও, প্রকৃতি দাও এক নারীর মত!

    একজন কবির কাব্যচিত্র ৫

    আমি তোমারি আরাধনায় মত্ত হে বসুন্ধরা প্রেমিকা আমার।

    একজন কবির কাব্যচিত্র ৬

    আমি একজন দরিদ্র প্রানী, মানুষ জাতি হিসেবে, আমাকে এই চকচকে রঙ্গীন পৃথিবী বিচরনে পাঠিয়েছেন ভাগ্য বিধাতা।

    একজন কবির কাব্যচিত্র ৭

    একজন মায়ের শরীরে যেমন মধুময় ঘ্রাণ। এক ষোড়শী প্রেমিকার শরীরে যেমন মাদকতার সুগন্ধি, তেমনি শারদের শিউলির ঘ্রাণ হারিয়ে যেতে যেতেই হেমন্তে প্রতিটা ধানের ক্ষেত হয়ে যায় আমার মা-আমার প্রেমিকা-আমার সন্তান। আমি মুঠো ভরে, শিশুর মত, নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে চাই তোমার শরীরের। তুমি কোন মাদক বহন করো শরীরে?

    একজন কবির কাব্যচিত্র ৮

    পশ্চিমে যখন দুলেছে সময়, দুপুর তখন শেষের দিকে। পাখিরা যেমন ঘরে ফেরে সুখের আশায়, আমিও তেমন ঘরে ফিরি একবুক শব্দ আর ক্ষুদা নিয়ে। আচ্ছা শব্দ কি বিক্রি করা যায়!!

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা