spot_img
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
21 C
Bangladesh
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
spot_img
আরও
    DinBartaদেশউত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল দিয়ে যেতে বিভিন্ন স্টেশন থেকে ভাড়া
    spot_imgspot_img

    উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল দিয়ে যেতে বিভিন্ন স্টেশন থেকে ভাড়া

    রবিবার সকাল থেকে সবার জন্য উম্মুক্ত হচ্ছে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল রুট, উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলে যেতে বিভিন্ন স্টেশন থেকে যত ভাড়া।

    মেট্রোরেলের এমআরটি-৬ আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হইচ্ছে শনিবার। রবিবার(৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত যাওয়া যাবে স্বপ্নের মেট্রোরেলে।

    মেট্রোরেলের ভাড়া:

    ডিটিসিএর তালিকা অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের ভাড়া ১০০ টাকা।

    উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনথেকেমতিঝিল স্টেশন৯০ টাকা
    পল্লবী স্টেশনথেকেমতিঝিল স্টেশন৮০ টাকা
    মিরপুর-১১ স্টেশনথেকেমতিঝিল স্টেশন৭০ টাকা
    মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনথেকেমতিঝিল স্টেশন৬০ টাকা
    শেওড়াপাড়া ও আগারগাঁ স্টেশনথেকেমতিঝিল স্টেশন৫০ টাকা
    ফার্মগেট স্টেশনথেকেমতিঝিল স্টেশন৩০ টাকা
    সচিবালয় স্টেশনমতিঝিল স্টেশন২০ টাকা
    একই পরিমাণ ভাড়া উভয় দিকে চলাচলের জন্য প্রযোজ্য।

    আরও পড়ুনঃ পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন

    মিরপুর-১০ নম্বরথেকেফার্মগেট স্টেশন৩০ টাকা
    মিরপুর-১০ নম্বরথেকেকারওয়ান বাজার স্টেশন৪০ টাকা
    মিরপুর-১০ নম্বরথেকেশাহবাগ স্টেশন৫০ টাকা
    মিরপুর-১০ নম্বরথেকেঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন৫০ টাকা
    শেওড়াপাড়া ও আগারগাঁ স্টেশনথেকেসচিবালয় ও মতিঝিল স্টেশন৫০ টাকা
    ফার্মগেট স্টেশনথেকেসচিবালয় ও মতিঝিল স্টেশন৩০ টাকা
    সচিবালয় স্টেশনমতিঝিল স্টেশন২০ টাকা

    প্রথমে আগারগাঁও-মতিঝিল অংশ চলবে ৪ ঘণ্টা।

    বর্তমান সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল করার কারণে ৮টায় যাদের অফিস তাদের পৌঁছাতে দেরি হয়ে যেতো। যাত্রীদের এ দাবির প্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে চলাচল শুরু করবে।

    এদিকে রাত ৮টার পরে যাদের এমআরটি বা র‍্যাপিড পাস রয়েছে তারা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

    কিন্তু যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন তারা রাত ৮টা পর্যন্তই সর্বশেষ মেট্রোরেলে চড়তে পারবেন।

    যদিও আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাত্রীরা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করতে পারবেন। ধীরে ধীরে এ অংশেও সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এমডি।

    আরও পড়ুনঃ এক কিলো ট্রেন যেতে কতটুকু জ্বালানি পোড়ে?

    প্রথমে চালু হবে তিন স্টেশন

    এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে মোট সাতটি। এর মধ্যে প্রথমে চালু হবে তিনটি স্টেশন। স্টেশন তিনটি হচ্ছে-ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন।

    এ স্টেশনগুলোর কাজ সম্পন্ন করা হয়েছে, এখন কেবল উদ্বোধনের অপেক্ষা।

    এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, প্রাথমিকভাবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চালু হতে যাওয়া তিনটি স্টেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

    এরপর নভেম্বর মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন চালু হবে বলে জানিয়েছেন এমএএন ছিদ্দিক। তারপর আগামী দুই মাসের মধ্যেই শাহবাগ, কাওরানবাজার ও বিজয় সরণী স্টেশন চালু হয়ে যাবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা