১০০ বছরের আর্কটিক পরিবর্তন
দু’টো ছবিই আর্কটিক গ্লেসিয়ারের একই জায়গায় তোলা ছবি। দুটো ছবির সময়কালের তফাৎ প্রায় ১০০ বছর।
এই একশো বছরে কোটি কোটি বছর ধরে জমে থাকা বরফের স্তুপ হাওয়া হয়ে গেছে। এভাবেই সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়তে থাকে। আগামী তিরিশ বছরে এভাবে সমুদ্রের পানি বাড়তে থাকলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা ৫০ সেন্টিমিটার বাড়বে।
পঞ্চাশ সেন্টিমিটার মানে খুব কম বলে মনে হলেও এতেই বাংলাদেশের ভুমির ১০ ভাগ ডুবে যাবে। এর ফলে প্রায় দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এই দুই কোটি মানুষ যাবে কোথায়। শুধু তো মানুষই বাস্তুচ্যুত হবেনা, আমরা প্রায় দশ শতাংশ ফসলি জমি হারাবো। তার মানে আমাদের খাদ্য উৎপাদন দশ শতাংশ কমে যাবে। আর তিরিশ বছর মানে খুব বেশী দুরেও নয়।
আরও পড়ুনঃ ফেসবুক এখন মেটা
আমাদের জীবদ্দশাতেই এই ভয়ংকর পরিনতি আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা কি কোন প্রস্তুতি নিয়েছি?