কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন অবহেলিত আদিবাসী পল্লীতে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে অনেক কাজে লাগবে।
শুক্রবার (২৯ মার্চ) সকালে কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আদিবাসী পল্লীতে পূর্ব প্রতিশ্রুতির অংশ হিসেবে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন যুবলীগ নেতা মিরাজুল ইসলাম পাপ্পু।
আরও পড়ুনঃ পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজল শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক জাফর ইকবাল মুক্তার, যুবলীগ নেতা অন্তু বিশ্বাস, উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, আদিবাসী পল্লীর সভাপতি মদন সরকার ও সাধারণ সম্পাদক আশিক সরকারসহ অনেকেই।
শুভ উদ্বোধন শেষে যুবলীগ নেতা মিরাজুল ইসলাম পাপ্পু বলেন, ৭৮ কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় অবহেলিত আদিবাসী পল্লীতে বসবাসরত মানুষের দীর্ঘদিনের পানি বন্দী দুর্দশা থেকে মুক্ত করার জন্য আমাদের এই প্রচেষ্টা, সামনের দিনেও এই অবহেলিত জাতিগোষ্ঠীর জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।