ঢাকাবুধবার, ২রা জুলাই, ২০২৫

পাইকপাড়া মির্জাপুর বিদ্যালয়ে ভোটে আকমল হোসেনের বিজয়

সজল রায়
নভেম্বর ৫, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্যানেলের নির্বাচনে আকমল হোসেনের বিজয় , মোট ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (৪ নম্বেবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ে অভিভাবকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা পরিষদের ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক প্যানেলের নির্বাচনকে ঘিরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা দেখা যায় তবে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং পুলিশের একটি টহল টিম সার্বক্ষণিক বিদ্যালয় চত্বরে অবস্থান করে।

আরও পড়ুন

আওয়ামী লীগ নেতার অশ্লীল ভিডিও

মুলাদীতে গৃহবধূকে গণধর্ষণ; ৩ ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আকমল হোসেনের বিজয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ শেষে খোকসা উপজেলা শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪০৮ টি ভোটের মধ্যে ১৮৬ টি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে আকমল হোসেন বিজয় অর্জন করেন এবং ১৮০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে আক্তারউজ্জামান, ১৭৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে আব্দুর রহমান ও চতুর্থ স্থান অধিকার করেন আকরাম মন্ডল ১৬৯ ভোটে পেয়ে বিজয় লাভ করে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।